অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। মূলত -ভুয়ো তপশিলি জাতির শংসাপত্র বাতিলের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা। সংগঠনের সদস্যদের দাবি অনেকেই ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র ব্যবহার করে চাকুরীতে কর্মরত হয়েছেন। কর্মরত এরূপ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করে চাকরি থেকে বরখাস্ত করার দাবি তোলেন তাঁরা। পাশাপাশি এ বিষয় নিয়ে পরবর্তীতে বালুরঘাট সদর মহকুমা শাসকের কাছে লিখিত আকারে তাদের দাবি দাবা তুলে ধরেন। এদিন প্রায় সাত দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা। ডেপুটেশন কর্মসূচি কে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তর চত্বরে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।
এ বিষয়ে সংগঠনের তরফে দুলাল সরেন নামে এক ব্যক্তি জানান, প্রায় কুড়ি লক্ষের বেশি মানুষের কাছে ভুয়ো আদিবাসী সার্টিফিকেট রয়েছে। যারা আদতে আদিবাসী সম্প্রদায় ভুক্ত নন অথচ তারা এই সার্টিফিকেট পেয়ে গিয়ে, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছেন। সরকার দ্রুত তাদের সার্টিফিকেটগুলি বাতিল করে তাদের যেন চাকরি থেকে বরখাস্ত করেন। একশ্রেণীর দালালরা কিছু কিছু আধিকারিকের সাহায্য নিয়ে এই কাজ ঘটাচ্ছেন। নচেৎ এইরূপ জাল সার্টিফিকেট কখনোই বের করা সম্ভব নয়। দুলাল আরো জানান, এর আগেও তারা মহকুমা শাসকের দপ্তরে প্রায় ৮০ জনের নামের ভুয়ো শংসাপত্রের তালিকা জমা করেছিলেন। সেই সময় মহকুমা শাসক দ্রুত এ বিষয়ে তদন্ত শুরু করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজও এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন করা হয়নি বলে তাদের দাবি। তাই ভুয়ো শংসাপত্র বাতিলের দাবিতে ফের এই বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি মানা না হলে আগামীদিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেই সাফ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct