আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার বেঙ্গালুরু ঈদগাহ ময়দান মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, এখন গণেশ চতুর্থী উদযাপন ঈদগাহের মাঠে করা যাবে না। এর আগে, সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, কর্নাটক সরকার বেঙ্গালুরু ঈদগাহ মাঠটি বুধবার এবং বৃহস্পতিবার - এই দুই দিনের জন্য গণেশ উৎসবের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে। কর্নাটক ওয়াকফ বোর্ড মাঠে গণেশ চতুর্থী উৎসবের সেই অনুমতি দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এ বিষয়ে কর্নাটক হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে একটি আবেদনের শুনানি করতে গিয়ে স্থগিতাদেশের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
এই মামলায় বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার দুই বিচারপতির বেঞ্চ তিন বিচারপতির বেঞ্চের কাছে বিষয়টি পাঠিয়ে বলেছিল, "বিচারপতিদের মধ্যে মতপার্থক্য রয়েছে। নতুন বেঞ্চে রয়েছেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, এ এস ওকা এবং এমএম সুন্দ্রেশ। দুই বিচারপতির বেঞ্চ ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ইউ ইউ ললিতের সামনে বিষয়টি উল্লেখ করার স্বাধীনতাও দিয়েছে।
উল্লেখ্য, গত ২৫ শে আগস্ট, কর্নাটক হাইকোর্টের একটি একক বেঞ্চ বলেছিল যে জমিটি কেবল একটি খেলার মাঠ হিসাবে এবং সরকার বা বিবিএমপি দ্বারা স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য ব্যবহার করা যেতে পারে। এতে আরও বলা হয়, মুসলিম সম্প্রদায় উভয় ঈদে নামাজ আদায় করতে পারবে। কিন্তু একদিন পর ডিভিশন বেঞ্চ আপিলের আদেশ পরিবর্তন করে এবং সরকারকে জমি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেয়। তারপর কর্নাটক সরকার সেখানে গণেশ চতুর্থী উদযাপন করার অনুমতি দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কর্নাটক হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিল। ফলে বেঙ্গালুরু ঈদগাহ ময়দান গণেশ চতুর্থী উদযাপন করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct