সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: কয়লা কান্ড তথা কয়লা পাচারের অভিযোগে বেশ কিছুদিন যাবৎ কয়লা মাফিয়া সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের যোগসাজশ থাকার কারণে ধরপাকড় থেকে শুরু করে তদন্ত অভিযান অব্যাহত।তবুও অবৈধ ভাবে কয়লা পাচার রোধ করা সম্ভব পর হয়ে ওঠেনি।কয়লা পাচারের জন্য কারবারিরা বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ও শেষ পর্যন্ত পুলিশের জালে আটকে পড়ে।কৌশল হিসেবে দেখা গেছে কখনো কয়লা বোঝায় গাড়ির উপর তুষ,ইট বোঝায়,কখনো জলের বোতল,কখনো ফলের প্যাকেট,ইত্যাদি ধরনের পন্থা অবলম্বন করে ও ব্যার্থ হয়। ঘটনার জের মিটতে না মিটতেই ফের বড়সড় সাফল্য বীরভূম জেলার দুবরাজপুর থানা পুলিশের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাণীগঞ্জ মোড়গ্ৰাম ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুবরাজপুর দরবেশ মোড় সংলগ্ন চারটি কয়লা বোঝাই লরি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে চারটি লরি কয়লা বোঝায় করে পাচারের উদ্দেশ্যে দুবরাজপুর থানা এলাকার উপর দিয়ে যাবার সময় পুলিশের কাছে খবর আসে।
সেই মোতাবেক পুলিশ নজরদারি চালিয়ে কয়লা ভর্তি চারটি লরি আটক করে। লরি গুলোর চালক ও খালাসি পলাতক। জানা যায়, চারটি লরিতে প্রায় ১০০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। উল্লেখ্য, দুবরাজপুর থানার পুলিশের তৎপরতায় আগেও একাধিক কয়লা বোঝাই লরি আটক করা হয়েছে। পাচারকারীদের পুলিশের চোখে ধুলো দেওয়ার বিভিন্ন ধরনের কৌশল কে ব্যার্থ করে পুলিশ সাফল্য অর্জন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct