সন্ন্যাসী কাউরী, কলকাতা: বিদ্যালয় ও মাদ্রাসা গুলিতে স্বচ্ছতার সাথে দ্রুত শিক্ষক নিয়োগ, অবিলম্বে বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, শিক্ষক নিয়োগ এবং বদলির ক্ষেত্রে দুর্নীতিগ্ৰস্থ ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, গ্র্যাজুয়েট, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধি, ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যয় বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ রাজ্যজুড়ে পথে নামছেন শিক্ষক শিক্ষিকারা। এ বি টি এ , এ বি পি টি এ সহ বিভিন্ন শিক্ষক ও কর্মচারী সংগঠনের উদ্যোগে মিছিল সভা জমায়েত করে সরকারের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরবেন শিক্ষক কর্মচারীরা।
রাজ্যের প্রতিটি জেলাতেই ডি আই দপ্তর এবং জেলাশাসকের দপ্তরে আজ বিকেলে ডেপুটেশন দেবেন শিক্ষক শিক্ষিকারা। এই কর্মসূচিতে শামিল হবেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, রাজ্য কো- অর্ডিনেশন কমিটি সহ বাম কংগ্রেসের একাধিক শিক্ষক ও রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। ৩০ শে আগস্ট দিনটি দাবি দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক সুকুমার পাইন। যদিও সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বুকে ব্যাজ লাগিয়ে দাবি দিবস পালন করতে দেখা যায় শিক্ষক শিক্ষিকাদের। একই ভাবে আজ মঙ্গলবারও শিক্ষক কর্মচারীরা দাবি দিবস পালন করবে বলে জানান সুকুমার পাইন। আজ বিভিন্ন দপ্তরে রাজ্য সরকারি কর্মচারীরা ২ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন।
এ বি টি এ -এর রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করবার চেষ্টা করছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার । এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ, মধ্যবিত্ত, প্রান্তিক পরিবারের পড়ুয়ারা। বিদ্যালয় মাদ্রাসা গুলিতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠন পাঠন। বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী । সাধারণ মানুষের মধ্যে সাধারণ শিক্ষা সম্পর্কে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবার গভীর ষড়যন্ত্র চলছে । শিক্ষাকে বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ করবার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। তারই প্রতিবাদে গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ এবং দাবি দিবস হিসেবে পালন করার জন্য সকল স্তরের শিক্ষক শিক্ষিকাদের আমরা আহ্বান জানিয়েছি। তিনি আরো বলেন, ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গে শিক্ষক কর্মচারীরা আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন। মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে শিক্ষক-শিক্ষিকারা পথে নামবেন। দাবি আদায় না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সুকুমার পাইন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct