সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: “বিজ্ঞান মনস্কতা ও আমরা” শিরোনামে আলোচনা সভা রাজারহাটের হাতিয়াড়ায়। রবিবার বিকেলে জ্যাংড়া আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভার আয়োজন করে সুহৃদ সম্মিলনী। সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুহৃদ সম্মিলনীর সদস্যরা। এদিন বিকাল চারটায় সভার কাজ শুরু হয়। এদিন মূখ্য আলোচক হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী। এদিন তিনি সাহিত্যক রবীন্দ্রনাথ ঠাকুর ও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ও ভিভিয়ান লুই ডিরোজিওর বিজ্ঞান মনস্কতা ও বিজ্ঞান সম্পর্কে তাঁদের আগ্রহের কথা তুলে ধরেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আবদুল কালামের বিজ্ঞান চর্চার কথাও তুলে তুলে ধরেন আলোচক। আলোচকের কাছে এদিন শিক্ষক মহম্মদ মফিজুল ইসলাম বিজ্ঞান বিষয়ে প্রশ্ন রাখেন। তিনি জানতে চান, “ বিজ্ঞান মনস্কতার প্রচার ও প্রসারে সমাজের আদর্শস্থানীয় ব্যাক্তিদের ভুমিকা অত্যন্ত নেতিবাচক কেন? বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের।”
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপঙ্কর চৌধুরী, চন্দনময় ভট্টাচার্য প্রমুখ। এদিনের সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক রঞ্জিত কুমার মন্ডল। সভা সঞ্চালনা করেন মঞ্জুলেখা দাস। শ্রোতা হিসাবে হাতিয়াড়া আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। “আমরা করব জয়” প্রত্যয়ী সঙ্গীতের মধ্য দিয়ে সভা সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct