একটি পাখি খাঁচায় পুষি
মমতা মজুমদার
একটি পাখি ভীষণ একা ভাবে বসে,
দিনের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা আসে।
খুব যাতনায় বিষ মাখা তার অঙ্গ জুড়ে
পালকগুলো ছিঁড়ে গেছে দমকা ঝড়ে!
এখন শুধু ছটফটে সে দিন যে গুনে
বন্ধ খাঁচায় দিন যাপনের প্রহর কাটে।
ধুম্রতালে হাওয়ার বেগে সেই পাখিটা
গিলে গিলে কষ্টগুলো হজম করে!
অষ্টপ্রহর দেখলো খাঁচার মুখটি খুলে
এ পৃথিবী বড়ই নিঁঠুর সময় বলে।
লোক দেখানো নিয়ম কেবল সকল মনে
কেউ নেই তার কষ্টের ভাগ সমান ভাগে,
নিবে সঙ্গের সাথী হয়ে স্বার্থ ত্যাগে।
নীতি কথার বাহাদুরী এই ধরাতলে
দেখলো পাখি উড়ে উড়ে দু’ডানায় চলে।
কত জ্বালায় কাতর ময়না ফিঙ্গে টিয়ে
দেখে আসে উড়ছে হাওয়ায় এই শহরে,
সেই পাখিটার মত করে একলা ঘুরে।
সুখের পালক সুখ খুঁজিতে বেড়ায় নীড়ে
ভাঙ্গা পাঁজর নিয়ে পাখি ক্লান্ত ফিরে।
সন্ধ্যা বাতি জ্বালিয়ে রাখে নিজ জ্বলে জ্বলে
গায়ে দুঃখের ধূপকাঠি’টা নানান ছলাকলে
পাশে থাকে সুগন্ধী হয়ে রোজ পাখির সনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct