আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হামলা থেকে রক্ষা পেতে অনেকে স্থানীয় মসজিদে আশ্রয় নেন। তাদের মতোই একজন শারীরিক প্রতিবন্ধী ভোরনকো উরকো। মসজিদে আশ্রয় নিয়ে বদলে যায় তার জীবন। গত ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মুসলিম পরিচয়ের কথা জানান। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। উরকো জানান, গত ৮ মার্চ তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্যত্র চলে যায় স্বেচ্ছাসেবক দল। তখন তিনি একটি ভবনের নবম তলায় একাকী থাকতেন। কিন্তু সেখানে গ্যাস, বাতি ও পানি ছাড়া তার জীবন অসহনীয় হয়ে পড়ে। এরপর হামলা শুরু হলে পরিবার তাকে নিয়ে একটি আশ্রয়কেন্দ্রে আসে। উরকোর জীবনের কঠিন মুহূর্তে এগিয়ে আসেন স্থানীয় এক ইমাম। মুহাম্মদ আলি নামের ওই ইমাম প্রতিবন্ধী উরকোকে খারকিভের একটি মসজিদে আশ্রয় নিতে বলেন। অনেক মসজিদে অবস্থানের পর উরকোর অন্তরে মুসলিম জীবনাচার নিয়ে আগ্রহ তৈরি হয়। এরপর থেকে তিনি পড়াশোনা শুরু করেন।
মুহাম্মদ আলি বলেন, জীবনের কঠিন সময় পার করছিলেন তিনি। আমি তাকে মসজিদে আশ্রয় নিতে বলি। তখন থেকেই আমরা ভাই হিসেবে বসবাস করছি। তাকে আশ্রয় দেওয়া আমার মানবিক কর্তব্যও বটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct