আপনজন ডেস্ক: আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তুন মাহাথির বিন মুহাম্মদ। নানা সময় আচমকা সিদ্ধান্তে দেশটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বারবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। মালয়েশিয়ার আগামী ১৫তম জাতীয় নির্বাচনেও অংশগ্রহণের ঘোষণা দিলেন মাহাথির মুহাম্মদ।দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ও তার নতুন দল গেরাকান তানাহ এয়ার (জিটিএ) নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করবেন বলে জানান মাহাথির। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এ তথ্য জানিয়েছে।
শনিবার দুপুরে বেরজাসা আয়োজিত ২০২২ জাতীয় পরিষদের উদ্বোধনের পর একটি সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ আশা করেন- শিগগিরই দেশটির ক্ষমতাসীন সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে। মাহাথিরের নতুন দলের নাম গেরাকান তানাহ এয়ার এবং তিনি এ দলের চেয়ারম্যান। সরকার যদি এখন অথবা বছরের শেষে নির্বাচন আয়োজন করে তাহলে নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও তার দল সবচেয়ে বেশি সংখ্যক আসন পাবে বলেও জানান ডা. মাহাথির। তারপর জোট গঠন করে সরকার গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আধুনিক মালয়েশিয়ার এ স্থপতি আরো বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।আমরা মালয়েশিয়ার সবকটি আসনে প্রার্থী দেব। দেশের ৫০ শতাংশ আসনে জয় না পেলেও আমরাই হব বিজিত বড় দল। জোট সরকার গঠন করতে সক্ষম করতে জিটিএ সারাদেশে ১২০টি পর্যাপ্ত আসন দিয়ে অধিকাংশ আসনে জয় নিশ্চিত করবে।
জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি মনে করেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে গেরাকান তানাহ এয়ার-এর চেয়ারম্যান মাহাথির মোহাম্মদ বলেন, মনে হচ্ছে ক্ষমতাসীন সরকার খুব শিগগিরই অথবা এ বছরের নির্বাচন আয়োজন করতে পারবে না। কারণ সামনে জাতীয় বাজেট রয়েছে। এ বাজেট ঘোষণার আগে সাধারণ নির্বাচন আয়োজন সম্ভব নাও হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct