মনজুর আলম, মগরাহাট, আপনজন: কলকাতার এক বেসরকারি হসপিটালের উদ্যোগে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের মগরাহাটে। বিশিষ্ট সমাজসেবী আকরাম হোসেন সরদারের তত্ত্বাবধানে এই গ্রামীণ চিকিৎসকদের নিয়ে জেলা কনফারেন্স হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরো সার্জেন রাজেন কুমার। এদিন জেলা থেকে আগত প্রায় ১০০ জন গ্রামীণ চিকিৎসক প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ দেন কলকাতার আমরি হসপিটাল এর বিশিষ্ট নিউরোসার্জন রাজেন কুমার, তিনি এই সেমিনারে স্টোক সহ্ নিউরো সংক্রান্ত যেমন, ব্রেন, ব্রেন স্টোক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। হঠাৎ কোন ব্যক্তিকে ব্রেন স্টোকে আক্রান্ত হলে কী করণীয় তা পুঙ্খানুপুঙ্খ বোঝান গ্রামীণ চিকিৎসকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct