আপনজন ডেস্ক: পূর্ব আফ্রিকার সহিংসতাপূর্ণ দেশ ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে শিশুদের খেলার মাঠে বিমান হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। শুক্রবার অঞ্চলটির মেকেলে এলাকায় এই বিমান হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। দেশটিতে গত চার মাস ধরে যুদ্ধবিরতি চলার পর প্রথম হামলার ঘটনা এটি। সরকারি কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। তবে ফেডারেল সরকারের মুখপাত্র বিমান হামলায় বেসামরিক নিহতের অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সরকারি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত তাইগ্রে টেলিভিশন জানিয়েছে, হামলার পেছনে রয়েছে ফেডারেল সরকার। ইথিওপিয়ার আকাশসীমায় অন্য কোনো সামরিক বিমান চলাচল করে না। আইদের হাসপাতালের প্রধান নির্বাহী কিবরম এক টুইট বার্তায় জানিয়েছেন, হাসপাতালে চারজনের মরদেহ রয়েছে। তাদের মধ্যে দুজনই শিশু। এ ঘটনায় আহত হয়েছে ৯ জন। তিনি আরো বলেছেন, শিশুদের খেলার স্থানে বিমান হামলাটি চালানো হয়েছে। যদিও ওই ব্যক্তির টুইটার একাউন্ট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার স্থানের পাশে সামরিক কোনো স্থাপনা রয়েছে কি না, সেটাও জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct