সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্য সরকারের নির্দেশে যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ব্লকের সহযোগিতায় শনিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইউথ পার্লামেন্ট ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে।ইয়ুথ পার্লামেন্ট প্রথম হয় ফরিদপুর হাই স্কুল (উ: মা:)। দ্বিতীয় হয় রওশন নগর হোসেনিয়া হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক। এদিনের পার্লামেন্ট অনুষ্ঠানে পরিচালনা করেন মো ইকবাল হোসেন ও সাধন বিশ্বাস,সঙ্গে চারজন জেলা থেকে বিচারক উপস্থিত ছিলেন। ব্লক প্রাঙ্গণে স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ব্লকের পক্ষ থেকে সকল ক সার্টিফিকেট সহ মোমেন্টো ও মেডেল তুলে দেওয়া হয় বিভিন্ন আধিকারিকের হাত দিয়ে।
এ দিনের এই ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শোভন দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার,সহকারী বিডিও সুশান্ত মন্ডল,সহ স্কুল এস আই ও সহ আরো অনেক আধিকারিক গণ। বিডিও শোভন দাস বলেন ব্লকের তিনটি স্কুল অংশ নেই ইয়ুথ পার্লামেন্টে আশাকরি আগামীদিনে আরো বেশি স্কুল অংশগ্রহণ করবে। আর ব্লকে প্রথম হয়ে জেলায় সুযোগ পেয়েছেন ফরিদপুর স্কুল আশাকরি জেলাতে ভালো ফল করবেন আর ব্লকের নাম উজ্জ্বল করবেন সেই আশীর্বাদ করি। বিডিও আরো বলেন, ব্লকের ঘোষপাড়া অঞ্চলের একমেয়ে ক্যারাটে চ্যাম্পিয়ন হয়ে ব্লকের নাম উজ্জ্বল করেছেন,তাই তাকে ব্লকের পক্ষ থেকে আজ নগদ আর্থিক সহায়তা ও উপহার সহ মোমেন্ট দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো,আগামীতে যেনো আরো ভালো জাগায় পৌঁছায় সেই কামনা করি। ফরিদপুর স্কুলের শিক্ষকেরা জানান, আমাদের অনেক কিছু ঘারটি আছে সেটা খুব তাড়াতাড়ি শুধরিয়ে জেলায় ভালো পারফোম করবে স্কুলের ছাত্র ছাত্রীরা ।আজকে অনেক খুশি ও আনন্দিত সকলে নাম উজ্জ্বল কারার জন্য ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct