সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূমে ফের ভোট পরবর্তী হিংসা মামলায় সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে শনিবার তল্লাশি অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে সিবিআই। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় আরো ৩ জনকে। উল্লেখ্যভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে, যার ফলে দীর্ঘ দিন ধরে তারা তদন্ত করছিলেন।শনিবার হটাৎ করে একপ্রকার বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করেন। গত২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে অভিযোগ বিজেপির । এমনকি হামলার আতঙ্কে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া হন বলেও দাবি করা হয়। পরবর্তীতে মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে অভিযোগগুলি খতিয়ে দেখতে আদালত তুলে দেয়সিবিআই এর হাতে। পঞ্চানন খা, বাদল শর্মা ও তীর্থনাথ হাজরা এই তিনজনকে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তলব করেছিল সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct