নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কয়লা পাচার কান্ডে একাধারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই - ইডি তদন্ত চালাচ্ছে। পাশাপাশি রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি সিট গঠন করে তদন্ত চালাচ্ছে।যখন বাংলায় কর্মরত আইপিএসদের দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি।ঠিক সেইসময় সিআইডি কয়লা পাচার অধ্যুষিত থানার একদা ওসিদের ডেকে কয়লা পাচার কান্ডে আরও গভীরে যেতে চাইছে।যদিও ওয়াকিবহাল মহলের একাংশ জানাচ্ছে - ' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের টার্গেট এখন মূলত আইপিএসরা, তাই ওইসব আইপিএসদের একদা অধীনে থাকা থানার ওসিদের ডেকে মূল ঘটনা আড়াল করার চেস্টা চলছে'। যদিও সিআইডি নিজস্ব ছন্দে তদন্ত জারি রাখতে তৎপর বলে জানা গেছে। শনিবার কয়লাপাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের আরও তিন আধিকারিকদের তলব করেছিল সিআইডি।
এদিন রাজ্য পুলিশের তিন আধিকারিককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তলব পাওয়া পুলিশ অফিসারদের মধ্যে রয়েছেন মাথাভাঙার সিআই অজয় কুমার মণ্ডল, যিনি একদা পশ্চিম বর্ধমান জেলার বারাবণি থানার এবং রানিগঞ্জ থানার ওসি পদে ছিলেন। বরাকরের আইসি রাজশেখর মুখোপাধ্যায় কে তলব করা হয়েছে। এই পুলিশ অফিসার অন্ডাল, সহ শিল্পাঞ্চল বর্ধমান জেলায় ওসি পদে ছিলেন। রঘুনাথগঞ্জের আইসি পার্থ ঘোষ কে তলব করা হয়েছে।পার্থ বাবু দীর্ঘদিন অন্ডাল থানার ওসি ছিলেন।ইডিরও তলব পেয়েছিলেন এই পুলিশ অফিসার। প্রসঙ্গত, কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই - ইডির পাশাপাশি তদন্ত চালাচ্ছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি । গতবছর থেকে সিট গঠন করে তদন্ত চালাচ্ছে সিআইডি।সম্প্রতি আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে সিআইডি। কয়লা পাচার কাণ্ডের তদন্তে বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন খনি অঞ্চলের দায়িত্বে থাকা বিভিন্ন পুলিশ অফিসারদের ডেকে পাঠাচ্ছে সিআইডি । সেই সূত্র ধরেই শনিবার রাজ্য পুলিশের আরও তিন অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিআইডি।
মূলত তাঁদের জিজ্ঞাসাবাদ করে রাজ্যের গোয়েন্দারা জানতে চাইতে পারেন, ওই সময়ে তাঁদের ভূমিকা কী ছিল? কয়লা পাচার সংক্রান্ত বিষয়ে তাঁরা কিছু জানতেন কি না? জানলে তা আটকানোর জন্য কী কী পদক্ষেপ করেছিলেন এইপুলিশ অফিসাররা।এই ধরনের নানান প্রশ্নের উত্তর খুঁজবেন সিআইডির অফিসাররা । সিআইডি মূলত পশ্চিম বর্ধমান জেলার বারাবনী, রাণীগঞ্জ, অন্ডাল থানা গুলিতে কয়লা পাচার কান্ডে আরও তথ্য সংগ্রহ করতে চাইছে। এই তিনটি থানার পাশাপাশি জামুড়িয়া, আসানসোল উত্তর, কোকভেন থানা এলাকায় কয়লা মাফিয়াদের দৌরাত্ম বড্ড বেশি ছিল বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানিয়েছেন - ' কয়লা পাচার কান্ডে এইসব থানার একদা পুলিশ অফিসারদের নামে - বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে দুর্গাপুরে'। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছিল এই দুর্গাপুরে।বিগত বাম জমানার মত তৃণমূল আমলেও বেশ কয়েকজন পুলিশ অফিসার ঘুরেফিরে কয়লা পাচার অধ্যুষিত থানা গুলিতে পোস্টিং পেতেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct