সাদ্দাম হোসেন মিদ্দে, মথুরাপুর, আপনজন: ভারতীয় গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে। শুক্রবার মথুরাপুর ২ নম্বর ব্লকের বাড়ীভাঙ্গাবাদ বামাচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করে মথুরাপুর ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির যুব দফতর। রায়দিঘী বিধানসভা এলাকার মথুরাপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিনের ব্লক পর্যায়ের যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক চিকিৎসক আলোক জলদাতা। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের সামনে যুব সংসদ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ব্লক যুব দফতরের আধিকারিকরা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।ব্লক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানাধীকারি দল জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দল অংশ নেবে রাজ্য স্তরের প্রতিযোগিতায়। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে রাজ্য সরকারের পরিষদীয় দফতরের সত্যার্পণ পত্র প্রদান করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct