আপনজন ডেস্ক: আজ শনিবার থেকে পর্দা উঠল এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসরের। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই আসরে আকর্ষণের কেন্দ্রে বিন্দু হয়ে থাকবে অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচ। এবারের আসরে মোট তিন বার মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে। আর ভারত, পাকিস্তান ও হংকং রয়েছে ‘বি’ গ্রুপে।
একনজরে এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি
২৭ আগস্ট : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট : ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট : বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট : ভারত বনাম হংকং
১ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম হংকং
গ্রুপ পর্বের পর হবে ‘সুপার ফোর’ রাউন্ড। ‘এ’ ও ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল খেলবে ‘সুপার ফোর’ এ। এই পর্যায়ে একটি দল রাউন্ড রবিন ভিত্তিতে অন্য তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হওয়া ভারত-পাকিস্তান ফের মুখোমুখি হতে পারে সুপার ফোরে। কারণ ‘বি’ গ্রুপে হংকং থাকায় এই গ্রুপ থেকে ভারত-পাকিস্তানেরই সুপার ফোরে উঠার কথা।
সুপার ফোরের সময়সূচি
৩ সেপ্টেম্বর : বি ১ বনাম বি ২
৪ সেপ্টেম্বর : এ ১ বনাম এ ২
৬ সেপ্টেম্বর : এ ১ বনাম বি ১
৭ সেপ্টেম্বর : এ ২ বনাম বি ২
৮ সেপ্টেম্বর : এ ১ বনাম বি ২
৯ সেপ্টেম্বর : বি ১ বনাম এ ২
সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর, পয়েন্ট টেবিলের শীর্ষে ২টি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের খেলা শেষে ফাইনালেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের। সুপার ফোরে যদি এই দুই দলের পয়েন্ট অন্যদের চেয়ে বেশি থাকে, তাহলে হবে ভারত-পাকিস্তান ফাইনাল। ফাইনাল ম্যাচটি ১১ সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct