আপনজন ডেস্ক: জামায়াতে ইসলামি হিন্দের প্রাক্তন সভাপতি প্রখ্যাত ইসলামী বিদ্বান মাওলানা সৈয়দ জালালউদ্দিন উমরি শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দিল্লির আল শিফা হাসপাতালে মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওখলার আবুল ফজল এনক্লেভে শনিবার সকাল ১০টায় জামায়াতের ক্যাম্পাসের মধ্যে ইশাত-ই-ইসলাম মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শাহীন বাগের কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন এবং গত এক সপ্তাহ ধরে আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মাওলানা উমারি ১৯৩৫ সালে তামিলনাড়ুর উত্তর আরকোট জেলার পুট্টাগ্রাম নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭-২০১৯ সাল পর্যন্ত টানা তিনবার জামায়াতে ইসলামী হিন্দের সভাপতি (আমির) ছিলেন। তিনি জামিয়া দারুসসালাম, ওমেরাবাদ, তামিলনাড়ুর থেকে আলিমিয়াত ও ফজিলাত (ইসলামিক স্টাডিজে মাস্টার্স) সম্পন্ন করেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষায় মুন্সি ফাজিল লাভ করেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বিএ (ইংরেজি) ডিগ্রি অর্জন করেন। মাওলানা উমারি ছাত্রাবস্থায় জামায়াতের সাথে যুক্ত হন। তিনি আনুষ্ঠানিকভাবে ১৯৫৬ সালে এর সদস্য বা রুকন হন। পড়াশোনা শেষ করার পর তিনি নিজেকে জেআইএইচ-এর গবেষণা বিভাগে উৎসর্গ করেন। তিনি এক দশক ধরে জেআইএইচ আলিগড় শহর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৮৬ সালের জুন থেকে ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছর উর্দু মাসিক সংগঠন জিন্দেগি-ই-নাউ-এর সম্পাদক ছিলেন। পরে, তিনি জেআইএইচ সহ-সভাপতি হন এবং ১৯৯০ সালের এপ্রিল থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত টানা চারবার এই পদে বহাল থাকেন। মাওলানা উমরি জামাযাতের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তার বিশেষজ্ঞ মতামত দিয়ে মূল্যবান সেবা প্রদান করেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ-সভাপতিও ছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে ত্রৈমাসিক ইসলামিক রিসার্চ জার্নাল - তেহকিকাত-ই-ইসলামির প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন।
তিনি ইউপির আজমগড় জেলার বিলারিয়াগঞ্জে জামিয়াতুল ফালাহর শেখ-উল-জামিয়া এবং আলিগড়ের সিরাজুল উলুম নিসওয়ান কলেজের পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, গবেষক, বক্তা এবং লেখক হিসাবে মাওলানা উমরি উর্দু ভাষায় ৪৫ টিরও বেশি বই লিখেছেন। ইসলামী মতবাদ, ইসলামী আইনশাস্ত্র, দাওয়াহ, ইসলামী সামাজিক ব্যবস্থা, মানবাধিকার, সমসাময়িক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন জার্নাল এবং ম্যাগাজিনে শত শত গবেষণা প্রবন্ধ লিখেছেন। তার বইগুলোর মধ্যে রয়েছে তাজলিয়াত-ই-কুরআন, আউরাক-ই-সিরাত, ইসলাম কি দাওয়াত, ইসলাম কা শৌরাই নিজাম, ইসলাম মে খিদমত-ই-খালক কা তাসাউর, ইনফাক ফি সাবিলিল্লাহ, ঘেইর ইসলামী রিয়াসাত অর মুসলিমান। তাঁর বহু বই আরবি, ইংরেজি, তুর্কি, হিন্দি, মালয়ালম, কন্নড়, তেলুগু, মারাঠি, গুজরাটি, বাংলা এবং তামিল ভাষায় অনূদিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct