সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বাল্যবিবাহের প্রচলন যেনো বেড়েই চলেছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই সময় জলঙ্গি ব্লকের সাহেব রামপুর গ্রামের এক ১৫ বছর বয়সের নবম শ্রেণীর ছাত্রীর যখন পরিবার বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন এমনকি মারধরের অভিযোগ করেন সন্ধা খাতুন নামের ছাত্রী।
গত কয়েক দিন স্কুল পর্যন্ত বন্ধ করে দিয়েছিল পরিবার ,কোনো ভাবে এদিন স্কুলে এসে স্কুল শিক্ষক কে ঘটনা খুলে বলেন তখন স্কুলের পক্ষ থেকে বিডিও শোভন দাস কে জানালে ব্লক অফিস থেকে এস ই ও মো: ইকবাল হোসেন ও সাধন বিশ্বাস সহ সিনি কর্মী অর্পিতা হালদার মিলে স্কুলে গিয়ে ওই ছাত্রীকে বিডিও অফিসে গিয়ে আসেন।তার পরে বিডিও শোভন দাসের নির্দেশে ওই ছাত্রীর বাবা কে ডেকে পাঠানো হয়।বাবার লিখিত দেওয়ার পরে ওই ছাত্রীকে পরিবারের হাতে তুলে দেন বিডিও। এদিন বিডিও শোভন দাস বলেন নবম শ্রেণীর ছাত্রী সন্ধা খাতুনের সব রকম খোজ খবর রাখা হবে এমনকি পুলিশ কে জানানো হয়েছে যাতে করে ১৮ বছরের আগে মেয়ের ইছার বিরুদ্ধে না বিবাহ দেন।এমনকি যদি এমন ঘটনা আবার ঘটে তাহলে হোস্টেলে থেকে পড়াশোনার ব্যবস্থা করা হবে। ছাত্রীর বাবা বলেন সব মিথ্যা কথা বলেছে মেয়ে,স্কুলে না যাওয়ায় জন্য। আমি চায় মেয়ে লেখা পড়া করে বড়ো হক। সাদি খাঁনদেয়ার স্কুল কমিটির সভাপতি ফিরোজ আহমেদ বলেন এমন ঘটনা সত্যি খুবই দুর্ভাগ্য জনক।এমন ঘটনা যেনো অন্য মেয়েদের সঙ্গে না হয় সেই বিষয়ে নজর রাখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct