আপনজন ডেস্ক: ‘মৃত্যুকূপ’-আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবলের কোনো গ্রুপিং হলেই এমন এ শব্দটি ঘুরেফিরে আসে। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপিংয়ের পরও শব্দটি আসছে। এটা আসছে ‘সি’ গ্রুপের কল্যাণে। ইস্তাম্বুলে আজ এবারের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই গ্রুপে যে বার্সেলোনার সঙ্গে পড়েছে আরও দুই সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। বার্সেলোনা, বায়ার্ন আর ইন্টার মিলে জিতেছে চ্যাম্পিয়নস লিগের ১৪টি শিরোপা। এর মধ্যে বায়ার্নের শিরোপাই বেশি, জার্মানির ক্লাবটির ট্রফি-কেসে শোভা পাচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ৬টি ট্রফি। বার্সেলোনা জিতেছে ৫টি ট্রফি। আর ইন্টার মিলানের ট্রফি-কেসে চ্যাম্পিয়নস লিগের ট্রফি ৩টি। এ মৌসুমেই বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন রবার্ট লেভানডফস্কি। এবার মুখোমুখি করে দিয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct