অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট পৌরসভা এলাকায় ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ, থার্মোকলের থালা, বাটি, গ্লাস ব্যবহার নিষিদ্ধ করেছে বালুরঘাট পৌরসভা। তবুও বেশ কিছু ব্যবসায়ী পৌরসভার তরফে জারি করা নির্দেশিকা অমান্য করে এখনো এই সমস্ত জিনিস ব্যবহার করে চলেছেন। তাই এরই বিরুদ্ধে বৃহস্পতিবার বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বিশেষ অভিযানে চালানো হয়।এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি মহেশ পারখ,এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দাস সহ প্রশাসন ও পুলিশের তরফে আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয় পাশাপাশি পাওয়ার হাউজ বাজারে নজরদারি চালানো হয়। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ৭৫ মাইক্রো নিচে প্লাস্টিক ব্যবহারেনিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রচুর লোক এই বিষয়টি সমর্থন করছেন। গুটিকয়েক মানুষ এই আইনকে লংঘন করছেন। তারা যাতে এটা করতে না পারেন সেজন্য আমরা এই বিশেষ পরিদর্শনে বেরিয়েছি। কিছু মালপত্র আমরা বাজেয়াপ্ত করেছি এবং কিছু ফাইন করা হয়েছে। প্রায় সাত জনকে আমরা ফাইন করেছি এবং ২০ জনের মালপত্র বাজেয়াপ্ত করেছি। আমাদের নিয়মিত এই অভিযান চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct