আপনজন ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজ্যের আটজন আইপিএস পদমর্যাদার অফিসারকে নয়াদিল্লির দফতরে তলব করার পর এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সরকারি অফিসারদেরকে এবার থেকে নিয়মিত তাদের সম্পত্তির হিসেব দিতে হবে। সরকারি অফিসারদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অন্যদিকে রাজ্যের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তির বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলায় সতর্কভাবে এগাতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি নিয়ে যেভাবে বিরোধীরা হইচই করছে তা যেন আর এগোতে না পারে তার জন্য অফিসারদের সম্পত্তি বৃদ্ধির উপর নজর রাখতে চাইছে নবান্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct