সুব্রত রায়, কলকাতা, আপনজন: বর্ধমানের এক তৃণমূল নেতাকে বাড়িতে থাকতে বলে চিঠি পাঠাল সিবিআই। পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের প্রেমগঞ্জের তৃণমূল নেতা জিতেন বাগদি। আগামী ২ সেপ্টেম্বর সিবিআই তাঁর প্রেমগঞ্জের বাড়িতে যাবে বলে চিঠি পাঠিয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। যদিও ওই তৃণমূল নেতার দাবি, তিনি এমন কোনও চিঠি পাননি। বুধবার জিতেনের বাড়ি ঘুরে যায় সিবিআইয়ের একটি দল। জনসেবক হিসাবে তাঁর বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি দমন আইনে অভিযোগ আনা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উমেশ কুমারের নামে ওই চিঠি পাঠানো হয়েছে জিতেনের বাড়ির ঠিকানায়। চিঠির বয়ানে জিতেনেরই বাড়ির ঠিকানা উল্লেখ করে লেখা হয়েছে, ‘আপনাকে অনুরোধ করা হচ্ছে, আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টে নাগাদ উপরোক্ত ঠিকানায় থাকবেন।’গত ৬ অগস্ট জিতেনকে তৃণমূলের ভাল্কি অঞ্চলের সভাপতি করা হয়। এরপরই সিবিআই তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct