রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: ৩০ লক্ষ টাকার বিনিময়ে বিজেপি দলের ইলেকশন এজেন্ট বড়ঞায় তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন। আর ১০ লক্ষের বিনিময়ে ব্লক যুব তৃণমূলের সভাপতি। এক অডিও ও নির্বাচন কমিশনের দেওয়া একটি পরিচয় পত্র ঘিরে রীতিমতো ব্যাপক বির্তক ভাইরাল হয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের তৃণমূলের রাজনীতি। বুধবারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি অডিও ভাইরাল হয়ে যায়। যেখানে বড়ঞার বর্তমান বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গোলাম মুর্শেদের কাছে কোনও একটি বিষয়ে টাকা চাইতে শোনা যায়। পরে গোলাম মুর্শেদ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন তাঁকে ব্লক সভাপতি পদে রেখে দেওয়ার জন্য বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ৩০ লক্ষ টাকা চেয়েছিলেন এবং অডিওটি সম্পূর্ণ ঠিক। প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদ এবং প্রাক্তন যুব তৃণমূল সভাপতি মাহে আলম বিভিন্ন রকম অভিযোগ করতে শুরু করেন বড়ঞার তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে।
উল্লেখ্য মুর্শিদাবাদের একাধিক ব্লকে তৃণমূলের সভাপতি ও যুব সভাপতি সহ সংগঠনের একাধিক পদে রদবদল করা হয়েছে। বড়ঞাতে তৃণমূলের ব্লক সভাপতি পদে বসানো হয়েছে রবিন কুমার ঘোষকে এবং যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শামসের দেওয়ানকে। মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদের থেকে ৩০ লক্ষ টাকা চেয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পাশাপাশি তাঁর দাবি বর্তমান যে ব্লক তৃণমূল সভাপতি হয়েছেন তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির কাউন্টিং এজেন্ট ছিল। প্রাক্তন ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম বলেন, বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা টাকার বিনিময়ে পদ বিক্রি করছেন।অডিয়োতে শোনা যাচ্ছে প্রাক্তন ব্লক সভাপতির থেকে তিরিশ লক্ষ টাকা চেয়েছেন। তার সত্যতা যাচাই ‘আপনজন’ করেনি। তবে, অডিয়োতে মোনা যাচ্ছে,“এখন তিরিশ লক্ষ টাকা দিন বাকি পরে দেওয়া হবে। আমি আপনাকে পুনরায় ব্লক সভাপতি করব।” প্রাক্তন ব্লক সভাপতির সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি চিঠি ভাইরাল হয় যেখানে দেখা যায় বড়ঞার বিধায়ক, ফিরহাদ হাকিমের কাছে গত ২ জুলাই একটি চিঠি লিখে জানিয়েছেন মাহে আলম কাটমানি নিয়েছেন এবং নারীপাচারের সাথে জড়িত। পাশাপাশি তিনি এলাকাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। তাই তাঁকে সরিয়ে শামসের দেওয়ানকে নতুন যুব সভাপতি করার আবেদন করেছেন বিধায়ক। আলম দাবি করেন, ‘আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। বিধায়ক নিজে এলাকাতে তোলাবাজি করছেন।’ বড়ঞার বিজেপি নেতা গৌরীশংকর ঘোষ বলেন, যে ব্যাক্তি বিজেপি দলের সাথে গদ্দারি করেছে ভবিষ্যতে সেই ধরনের ব্যক্তিদের বিজেপি দল চিহ্নিত করবে এবং এমন ঘটনা আর বিজেপি দলে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাকা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct