সুব্রত রায়, কলকাতা, আপনজন: তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতিদের নাম ঘোষণা করল শীর্ষ নেতৃত্ব। বুধবার তৃণমূল কংগ্রেস রাজ্য আইএনটিটিইউসি-র ৩৫ জন জেলা সভাপতির নাম ঘোষণা করেছে। সম্প্রতি হলদিয়ায় আইএনটিটিইউসি-র সভায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনে রদবদলের কথা ঘোষণা করেছিলেন। বর্তমানে তৃণমূলের ব্লক কমিটি ঘোষণার পালা চলছে। তারই মধ্যেই দলের শ্রমিক সংগঠনকে নতুন রূপ দেওয়া হল। ঘোষিত ৩৫ জনের মধ্যে সংখ্যালঘু তিনজন। মেদিনীপুর, ঘাটাল, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি-র সভাপতি বদল করা হয়েছে। আইএনটিটিইউসি-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি হয়েছেন নাজিমুর রহমান। পাশাপাশি, সভাপতি বদল হয়েছে সুন্দরবন সাংগঠনিক জেলা ও রানাঘাট সাংগঠনিক জেলারও। সুন্দরবন জেলা আইএনটিটিইউসির সভাপতি পদে আনা হয়েছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে। রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন সনৎ চক্রবর্তীকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আইএনটিটিইউসির সভাপতিদের রেখে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার সভাপতি পদে রয়ে গিয়েছেন ১৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়। উত্তর কলকাতার জেলা সভাপতি পদে বহাল মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও বহাল শক্তিপদ মণ্ডল। অন্যদিকে, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সৈয়দ মুহাম্মদ সেলিম ও মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন আমিরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct