আপনজন ডেস্ক: মঙ্গলবার জেলার ইমামদের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা আয়োজন করে আমানত ফাউণ্ডেশান ট্রাস্ট । এই সভায় উপস্থিত ছিলেন আমানত ফাউণ্ডেশান ট্রাস্টের চেয়ারম্যান মূহাম্মাদ শাহ আলম সাহেব, জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ সাহেব, জনাব মাওলানা তাহেরুল হক সাহেব, অল বেঙ্গল ডিস্টিক ইমাম কমিটির সেক্রেটারি মাওলানা নিজামউদ্দিন সাহেব, অল বেঙ্গল ডিস্ট্রিক্ট ইমাম কমিটির প্রেসিডেন্ট জিয়াউল হক সাহেব ও ২৩ টি জেলার ডিস্ট্রিক ইমামগণ, অন্যান্য ইমাম সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্টের কর্মীবৃন্দ। মাওলানা তাহেরুল হক সাহেবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। জালালউদ্দিন সাহেব আমানত ফাউন্ডেশন ট্রাস্টের ২৮ বছরের সূদীর্ঘ কার্যকলাপ সম্পর্কে এবং ইউনিসেফের সহযোগিতায় ‘জীবনের জন্য ধর্ম’ প্রোজেক্টের ছয়টি থিমেটিক মেসেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।স্বাস্থ্য, পুষ্টি, শিশু সুরক্ষা, ওয়াস, শিক্ষা ও ডিপিআর এই ছয়টি থিমেটিক মেসেজের উপর বৈজ্ঞানিক বিভিন্ন মেসেজের সঙ্গে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ এই ছয়টি বিষয়ের উপরে কি বলা আছে সেগুলো বিভিন্ন ধর্মের স্কলারদের সহযোগিতায় ইউনিসেফের সহযোগিতায় আমানত ফাউন্ডেশন একটি বুকলেট তৈরি করছে এবং সেই বুকলেট বিভিন্ন ধর্মের যারা প্রধান আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে সমাজে প্রত্যেকটা মানুষ ভালো থাকে। নিজামুদ্দিন সাহেব বলেন, আখেরাতকে ভালো হলে দুনিয়াকে আগে ভালো করতে হবে। ডিস্টিক ইমামদের ভোকেশনাল ট্রেনিং প্রদানের মাধ্যমে অর্থনৈতিক মান উন্নয়নের কথা উল্লেখ করেন এছাড়া জেলার ইমামদের নিয়ে এক ফান্ড গঠন এবং সেই ফান্ড থেকে লোন দেওয়া ও অর্থনৈতিক উন্নতির কথাও উল্লেখ করেন। ইমামদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র শিল্প গঠন করা যেতে পারে।
শাহ আলম সাহেব ইউনিসেফের সহযোগিতায় ‘জীবনের জন্য ধর্ম’ প্রোজেক্টের কাজের কথা বিস্তারিত আলোচনা করেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রতিটি ব্লকে ইংলিশ মিডিয়াম আবাসিক স্কুল করার জন্য ইউনাইটেড গার্জেন কাউন্সিল তথা (UGC) সংগঠনের মাধ্যমে একটা বড় আন্দোলন চলছে এছাড়া কনফেডারেশন মাইনোরিটিস এন্ড ডালিটস অ্যাসোসিয়েশনের তথা (CMDA) পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া আদায়ের করার জন্য আন্দোলন করা হচ্ছে । কনফেডারেশন অফ মাইনোরিটিস এন্ড ডালিটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলার নাম পরিবর্তন ব্যাপারে সভা ও সরকারি বিভিন্ন দপ্তরে ডেপূটেশান জমা দেওয়ার কাজ চলছে বলে উল্লেখ করেন। জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের তথা (JCCSL) মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ইসলামি ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে, পশ্চিমবঙ্গের ১২ টি জেলায় ইসলামি ব্যাঙ্কিং পরিষেবার কাজ চলছে। পরবর্তীকালে উপস্থিত ইমামগণদের নিয়ে আবার সভা করা হবে এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সভায় উপস্থিত সকল ডিস্ট্রিক ইমামগণ অঙ্গীকার করেন যে, আমানত ফাউন্ডেশনের জনমুখী সকল কর্মসূচীতে অংশগ্রহণ করবেন এবং সমস্ত রকম সাহায্য সহযোগিতা করবেন । সকলকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এবং সমবেতভাবে দোয়ার মাধ্যমে এই সভার পরিসমাপ্তি ঘটে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct