নিজস্ব প্রতিবেদক, বেড়াচাঁপা, আপনজন: ‘শিক্ষার পূর্ণমূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন, বেকারত্ব দূরীকরণ’ এই শিরোনামে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ১১ থেকে ২৫ আগস্ট ২০২২অবিধি একটি প্রচার অভিযান পরিচালনা করছে । তারই অংশ হিসাবে মঙ্গলবার বেড়াচাঁপা শহীদুল্লা কলেজের সামনে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উওর ২৪ পরগনা জেলার বিভিন্ন কলেজ ইউনিভারসিটির সামনে সংগঠনের বার্তা পৌঁছে দিতে একটি ক্যারাভান বের হয়। বর্তমানে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন এসএসসি, এমএসসি, পিএসসি, সিএসসিতে দুর্নীতি মুক্ত নিয়োগ এর দাবি জানানো হয়। আমরা জানি যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ অথচ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে সেই গণতান্ত্রিক পরিবেশ নেই। সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আজ হুমকির সম্মুখীন। দেশের ৭০ শতাংশ স্নাতক ডিগ্রি অর্জন করে বসে আছে অসংখ্য যুবক যুবতী তাদের কোন কর্ম সংস্থান নেই। স্বাধীনতার ৭৫ বছর পর আজ ভারতের বেকারত্ব হার দিন দিন বাড়ছে এই পরিস্থিতিতে আমাদের সবাইকে এক হয়ে এর মোকাবেলা করতে হবে।তাই এস আই ও ১৩ দফা কর্মসূচি নিয়ে তারা বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। তার একটি অংশ হিসেবে গত দুই দিন ধরে চলছে ক্যাম্পাস ক্যরাভান প্রক্রিয়া। এদিন বেড়াচাঁপা শহীদুল্লা কলেজের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এস আই ও উত্তর ২৪ পরগনা শিক্ষাঙ্গন সম্পাদক মিজানুর হক , উওর ২৪ পরগনা সভাপতি গাজী তৌফিক ইসলাম, এছাড়া উত্তর ২৪ পরগনা জেলা জনসংযোগ সম্পাদক মহঃ রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহঃ রাজু মনি দেগঙ্গা ব্লক সভাপতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct