মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: স্কুলগুলিতে মিড ডে মিল কেমন চলছে সেটা সরেজমিনে দেখার জন্য আচমকাই স্কুল পরিদর্শন করলেন উত্তব ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী।মঙ্গলবার তিনি এসেছিলেন দেগঙ্গা বিডিও অফিসে। সেখান থেকে বেরিয়ে তিনি উপস্থিত হন বেড়াচাঁপার বীণাপাণি বালিকা বিদ্যালয়ে। ওই স্কুলে তখন মিড ডে মিলের রান্নার জন্য প্রস্তুতি চলছে।রান্নার জন্য যাঁরা আছেন গ্রুপের সেই মহিলাদের কাছে জেলাশাসক জানতে চান আজকে কি রান্না হবে,রান্না করার জন্য জল কোথা থেকে নেওয়া হয়।পরিস্কার পরিচ্ছন্নতার দিকেও তিনি নজর দেন।স্কুল ছাড়ার সময় তিনি তাঁর সন্তুষ্টির কথা জানিয়ে যান। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাত (সদর) মহকুমা শাসক সোমা সাউ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct