আপনজন ডেস্ক: হুগলির খানাকুলের নাবাবিয়া মিশনের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফজলুর রহমান-এর ১৫ তম ও ওফাত বা মৃত্যু দিবস পালন করা হল। উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিকী,পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, অধ্যাপক মাওলানা আব্দুর সবুর কাসেমী, হযরত মাওলানা আবু মুসা, মাওলানা শফিক মুন্সি, বিশিষ্ট সমাজসেবী শেখ সফিকুল আলম, কাজী কামাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম,ব সহ বিশিষ্টজনেরা। নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবার বলেন, সমস্ত শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের ও কর্তৃপক্ষের উদ্যোগে এই অনুষ্ঠানটি প্রতিবছর নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হয়। নাবাবিয়া মিশনের সেই প্রতিষ্ঠাতা বিদায় নিয়েছিলেন ২০০৮ সালের ১৯শে আগস্ট। তার তৈরি প্রতিষ্ঠান থেকে ২৪৭ জন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাব ইন্সপেক্টর, ডব্লিউবিসিএস তৈরি হয়েছে। মরহুম ফজলুর রহমান কলকাতার তালতলায় বেকারি ব্যবসার এর সঙ্গে যুক্ত ছিলেন। ধরমপুর জুনিয়র হাই মাদ্রাসা থেকে পাস। কিন্তু উচ্চ শিক্ষার স্বপ্নে গড়েছিলেন। পরে প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি ঘটিয়েছেন পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কর্ণধার সর্বোপরি মুস্তাক হোসেন। বর্তমান পৃথক পৃথক ক্যাম্পাস ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণী ও জয়েন্ট এন্ট্রান্স এর কোচিং চলছে। তার ব্যবস্থাপনায় চেয়ারম্যান আইএএস নুরুল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct