আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দখলদার দেশ ইসরায়েলের প্রায় ৫০ শতাংশ নাগরিক রাশিয়াকে ‘শত্রু দেশ’ হিসাবে দেখে বলে সম্প্রতি পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। এক রুশ ভাষী রাশিয়ান নিউজ সাইট ইসরায়েলি মনোভাবের ওপর ওই সমীক্ষা চালায় বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। গত ১৫-১৭ আগস্ট ওই সমীক্ষা চালানো হয়। এতে চার হাজার ৭১২ জন উত্তরদাতা অংশগ্রহণ করেন। সমীক্ষায় অংশ নেয়া ৪৯ শতাংশ ইসরায়েলিই মনে করে ‘রাশিয়া ইসরায়েলের শত্রু’। অন্যদিকে ৪২ শতাংশের ধারণা রাশিয়া ইসরায়েলের ‘বন্ধুও নয়, শত্রুও নয়’। সমীক্ষায় অংশ নেয়া মাত্র ৬ শতাংশের ধারণা রাশিয়া ইসরায়েলের বন্ধু। ইউক্রেনের ওলিমের মধ্যে, রাশিয়ার প্রতি লক্ষণীয়ভাবে আরো বেশি শত্রুতা রয়েছে: ইসরায়েলের বসবাসরত ইউক্রেনীয় বংশোদ্ভূতদের মধ্যে ৬১ শতাংশ রাশিয়াকে ইসরায়েলের শত্রু হিসেবে দেখেন, ইসরায়েলের বসবাসরত রুশ বংশোদ্ভূতদের মধ্যে ৩৭ শতাংশ এর সঙ্গে একমত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct