সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতা পুরসভায় সোমবার ডেঙ্গি নিয়ে বৈঠকে নেওয়া হল বেশকিছু সিদ্ধান্ত। ডেপুটি মেয়র তথা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষের নেতৃত্বে এই বৈঠকে কলকাতা পুরসভার ৮ নম্বর বোরো এলাকার ৮২ নম্বর ৮৩ নম্বর সহ একাধিক ওয়ার্ডে যেভাবে ডেঙ্গির প্রকোপ বাড়ছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত মেয়র ফিরহাদ হাকিম। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিদিন এই সমস্ত এলাকায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কারুর জ্বর বা কোন উপসর্গ হয়েছে কিনা তার নজরদারি চালাবে। যদি কারোর শরীরে ন্যূনতম উপসর্গ লক্ষ্য করা যায় তৎক্ষণাৎ তার ব্লাড টেস্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিটি বাড়ি এবং তৎংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের সচেতন করে তোলা হবে। বিভিন্ন বাড়িতে দেখা যাচ্ছে তারা নানান ধরনের গাছ টবে বসিয়ে রেখেছেন এবং সংশ্লিষ্ট টপ গুলিতে জল জমে মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। এই ধরনের টবের গাছগুলি কে পরিষ্কার করে তবে যে জল জমছে তা দ্রুত ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বাড়ির মালিকদেরকেই। পুর কর্মীদের এই সমস্ত বিষয় নজরে এলে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় জমে থাকা বর্জ্য পরিষ্কার নির্দিষ্ট সময় না হলে এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা যদি ঠিকমতো তাদের দায়িত্ব পালন না করেন তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানান অতীন ঘোষ। শহর কলকাতার মানুষকে সুস্থ রাখার বিষয়ে কোনো রকম আপোষ করবে না কলকাতা পুরসভা। জানালেন অতীন ঘোষ। ডেঙ্গি মোকাবেলায় কলকাতা পৌরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বলে অতীন ঘোষ দাবি করেন। এখন দেখার কলকাতা পুরসভা কতটা সক্রিয় ভূমিকা নেয় ডেঙ্গি রোধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct