আপনজন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ইমামদের বিষয়ে কঠোর নির্দেশিকা (এসওপি) জারি করেছেন। তিনি বলেন, অজ্ঞাত কোনও ইমাম অন্য কোনও গ্রামে এলে পুলিশকে খবর দিতে হবে। অসমের মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে বলেছেন. ‘আমরা কিছু এসওপি তৈরি করেছি। যদি কোনও ইমাম আপনার গ্রামে আসে এবং আপনি তাকে চেনেন না তবে অবিলম্বে থানায় খবর দিন।’ তিনি বলেন, পুলিশ প্রথমে যাচাই করবে তারপরই তিনি (ইমাম) গ্রামে থাকতে পারবেন।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অসমের মুসলিম সম্প্রদায় আমাদের এই কাজে সাহায্য করছে। আমরা ইমাম এবং অন্যান্য লোকেদের জন্যও একটি পোর্টাল তৈরি করছি যারা বাইরের রাজ্য থেকে মাদ্রাসায় আসছেন। যারা অসম থেকে এসেছেন তাদের সেই পোর্টালে নাম রেজিস্টার করার দরকার নেই। তবে বাইরের লোকদের পোর্টালে তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। আসামের মুখ্যমন্ত্রী এমন সময়ে এই নির্দেশ জারি করেছেন যখন জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য অসমের দুই জন ধর্মগুরুকে (ইমাম) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমামদের বিরুদ্ধে রাজ্যের মুসলিম যুবকদের উগ্রপন্থী করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে বলেছেন, অসম “জিহাদি কার্যকলাপের” কেন্দ্রে পরিণত হয়েছে। পাঁচটি মডিউল বাংলাদেশ-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আনসারুল ইসলামের সাথে যুক্ত। হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে মন্তব্য করেন, রাজ্যের বাইরের ইমামদের দ্বারা অসমের বেসরকারি মাদ্রাসায় মুসলিম যুবকদের পড়ানো উদ্বেগজনক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct