নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: তৃণমূল নেতা এবং মন্ত্রীদের দুর্নীতির প্রতিবাদে সিপিএমের সভা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার সাঁকরাইলে। রবিবার সাঁকরাইলের সকালে সারেঙ্গা পোলের কাছে সিপিএমের তরফে এদিন এক পথসভার আয়োজন করা হয়। সেখানে ৯ মাস বন্ধ থাকা ডেল্টা জুট মিল খোলার দাবি এবং সারেঙ্গা সহ বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত অফিসগুলোতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। এর পাশাপাশি মানিকপুর এলাকায় বনধের ডাক দেওয়া হয়। এতেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিএমের অভিযোগ, সাঁকরাইলের তৃণমূল বিধায়িকা প্রিয়া পালের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা সভা পন্ড করে তাদের কর্মীদের ব্যাপক বেধড়ক মারধর করে। ভেঙে দেওয়া হয় সভার চেয়ার ও টেবিল। মাইক এবং সাউন্ড সিস্টেম ফেলে দেওয়া হয় খালেতে। কয়েক জন সিপিএম কর্মী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিপিএমের দাবি তারা তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই কারণে তাদের উপর হামলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পাল্টা অভিযোগ করেছেন তাদেরকেই সিপিএমের সদস্যরা মারধর করে টাকাপয়সা লুট করেছে। সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল জানান, গন্ডগোলের আশঙ্কা করেই তিনি পুলিশকে খবর দিয়েছিলেন। এবং তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct