মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া জেলার দলীয় কাজের সুবিধার্থে নদিয়া জেলায় বেশ কয়েকটি সাংগঠনিক ভাগ রয়েছে তৃণমূলের। উত্তর তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলাতেও রদবদল করা হয়েছে এদিন। শুধু কৃষ্ণনগরেরই ৪টি ব্লক-সহ গোটা জেলার ১২ টি ব্লক ও টাউনের সভাপতি,সহ-সভাপতির নাম নতুন করে ঘোষণা করছে তৃণমূল কংগ্রেসের দল। সামনেই পঞ্চায়েত নির্বাচন শাসকদলের কাছে জনমন বোঝার সুবর্ণ সুযোগ। বিশেষত সাম্প্রতিক পরিস্থিতিতে যেখানে দলের হেভিওয়েট নেতারা যেভাবে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ছেন,তাতে ভাবমূর্তি বেশ খানিকটা ক্ষুণ্ণ হচ্ছে, তা বলাই বাহুল্য। আর তা পুনরুদ্ধার করতে জেলা একেবারে বুথ স্তরের সংগঠন থেকে স্বচ্ছতায় জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন শাসক দলের নেতৃত্ব। আর তা মাথায় রেখেই এহেন রদবদল। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতাকেই তুলে আনা হচ্ছে তাঁর জায়গায়। কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন প্রতিনিধি না থাকাই ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে দলেরই একাংশ কর্মীরা। স্থানীয় এক সংখ্যালঘু তৃণমূল কর্মী জানান, ব্লক কমিটিতে সংখ্যালঘু কোন প্রতিনিধি না থাকায় আমরা খুবই হতাশ। যদিও বিধানসভা কেন্দ্রটি সংখ্যালঘুর উপরে নির্ভরশীল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct