আপনজন ডেস্ক: রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা দাবি করেছেন, তিনি শুধু পাঁচজন মুসলিমকে হত্যা করেননি, তার ইচ্ছা আরও বেশি মুসলিমকে হত্যা করার। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে তার এই বক্তব্য সামনে আসা তার বিরুদ্ধে অবশ্য মামলা দায়ের করেছে। রাজস্থানের আলওয়ার জেলার গোবিন্দগড় থানা এলাকার রামবাসের চিরঞ্জিলাল নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করায় সেখানে গিয়েছিলেন জ্ঞানদেব আহুজা। তিনি উপস্থিত গ্রামবাসীদের সামনে বলেন, আমরা এ পর্যন্ত ৫ জনকে হত্যা করেছি। তাই লালওয়ান্ডি (যেখানে রাকবারকে হত্যা করা হয়েছিল) হোক বা বেহরোর (পেহলু খান)। কর্মীদের ফ্রি হ্যান্ড দিয়েছি, গো-হত্যার সাথে জড়িত কাউকে হত্যা করলে আপনাকে স্বাগত জানানো হবে।
আহুজার সেই ভিডিওটি ভাইরাল হয়, কারণ তিনি তার অবস্থানকে সমর্থন করেছিলেন যে গরু পাচার এবং জবাইয়ের সাথে জড়িত যে কেউকে রেহাই পাবে না। ক্যামেরায় ধরা পড়া তাঁর কথোপকথনটি চিরঞ্জিলাল সাইনিকে পিটিয়ে মারার প্রসঙ্গে এসেছিল। যাকে আলওয়ারে ট্রাক্টর চুরির সন্দেহে মেভ মুসলিম সম্প্রদায়ের সদস্যরা পিটিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ করা হয়েছিল। স্থানীয় এক আরএসএস নেতার সঙ্গে বসে থাকা এই বিজেপি নেতা বলেছেন, সায়নীকে পিটিয়ে মারার প্রতিবাদে একটি আন্দোলন শুরু করা উচিত। জ্ঞানদেব আহুজা রাজস্থানের রামগড় বিধানসভা কেন্দ্র থেকে ২০১৩ সালে বিধায়ক নির্বাচিত হন বিজেপির টিকিটে ২০১৮ সালে তার মেয়াদ শেষ হয়। দল আর টিকিট দেয়নি। আহুজা রেগে যাওয়ায় দল রাজি করিয়ে তাকে রাজ্য সহ-সভাপতি করেছিল। তার এই কাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি ট্যুইট করে জানান. ‘গোঁফওয়ালা এই বিজেপি দৈত্য দাবি করছেন যে তিনি (আহুজা) পাঁচজনকে হত্যা করেছেন। তিনি (আহুজা) বলেন, আমরা এ পর্যন্ত পাঁচজনকে হত্যা করেছি।’ মহুয়া বলছেন, অশুভের মুখ থাকলে ঠিক এই রকমই হত। এর পর মহুয়া আরও একটি টুইটে কটাক্ষ করে বলেন, বিলকিস বানুর অপরাধীদের গুজরাত থেকে রাজস্থানে স্বাগত জানিয়ে দল পাঠানো উচিত বিজেপির, যাতে তারা এই বিজেপি নেতাকে স্বাগত জানাতে পারেন। মহুয়া মৈত্র আহুজাকে ‘নতুন নায়ক’ বলে অভিহিত করেছেন। মহুয়া আরও বলেন, ‘বিজেপির এই দানব ৫ জনকে পিটিয়ে হত্যা করার জন্য গর্ব করছে।’রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোস্তারা বলেছেন গোটা দেশে বিজেপির আসল চেহারা সামনে এসেছে। বিজেপির ধর্মীয় সন্ত্রাস এবং গোঁড়ামির আর কী প্রমাণ দরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct