মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ইতিহাসের শহর বর্ধমান আর বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট। এই কার্জন গেট যনি তৈরী করেছিলেন সেই মহারাজা বিজয় চান্দ ও মহারানী রাধারানী দেবীর মূর্তি স্থাপন করা হল বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন গেটে। ইতিহাসগতভাবে জানা যায় যে বর্ধমানের উন্নতি কল্পে বর্ধমানের জন্য বর্ধমানের মহারাজদের অবদানের কথা। বর্ধমান বিশ্ববিদ্যালয়, রাজ কলেজ সব তৈরী করার পিছনে সব চেয়ে বেশি অবদান বর্ধমানের মহারাজদের। বর্ধমানের মহারাজদের কথা বাদ দিয়ে বর্ধমানকে ভাবাই যায় না। সেই মহারাজা বিজয় চান্দ ও মহারানী রাধারানী দেবীর মূর্তি স্থাপন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এই মূর্তির আবরণ উন্মোচন করেন মহারাজা বিজয় চাঁদের বংশধর জয়চাঁদ মাহতাব। আজকের এই আবরণ উন্মোচনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতির সম্পা ধারা, বিধায়ক খোকন রাজ, রাজ পরিবারের বংশধর জয়চাঁদ মাহাতাব ও রাজ পরিবারের বংশধররা । উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ ,জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত , দেবু টুডু ,উজ্জ্বল প্রামানিক সহ অনেক বিশিষ্টরা। ইতিহাসবিদরা মূর্তি প্রতিস্থাপনে সম্মতি দেন। শহর বাসি বর্ধমানের সৌন্দর্যায়নে খুবই খুশি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct