নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: মিসিং ডায়েরি পেয়ে এবার বাড়ির পোষা পাখিও ( আফ্রিকান গ্রে প্যারট) বর্ধমান থেকে খুঁজে এনে দিলো হাওড়া সিটি পুলিশ। সৌজন্যে বালি থানা। আটক হয়েছেন দুই ব্যক্তি। অবশেষে প্রায় ২ সপ্তাহ পরে নিজের বাড়ির লোকেদের কাছে ফিরল রিও। সৌজন্যে হাওড়ার বালি থানার পুলিশ। রিও এক বাড়ির পোষা আফ্রিকান গ্রে প্যারট। গত ৭ আগস্ট থেকে খোঁজ মিলছিল না রিওর। বেলুড়ের রাজকৃষ্ণ কুমার স্ট্রীটের তপন সরকারের বাড়ি থেকে দু’সপ্তাহ আগে সে আচমকাই নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় ওই পাখির মালিক বালি থানায় একটি মিসিং ডায়েরি করেন। লিখিত অভিযোগ দায়ের করেন। পাখিটি যে বাড়িতে ছিল সেখান থেকে কিভাবে উড়ে গেল তা নিয়েও রহস্য তৈরি হয়। পাখির খোঁজে সোস্যাল মিডিয়াতেও আবেদন জানানো হয় পরিবারের তরফ থেকে। এরপর বেলুড় মঠের কাছে কেউ পাখিটি উদ্ধার হয়েছে বলে সোস্যাল মিডিয়ায় আরেকটি একটি পোস্ট হয়। কিন্তু বাস্তবে পাখিটির আর হদিশ মেলেনি। এরপর পুলিশ তদন্তে নেমে দুই ব্যক্তিকে আটক করে। অবশেষে শনিবার বালি থানার পুলিশ বর্ধমান থেকে পাখির খোঁজ পায়। জানা যায় সেটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বর্ধমান থেকে পাখিটিকে ফেরত আনা হয় বালি থানায়। বাড়ির পোষা হারানো পাখি অবশেষে ফিরে পেয়েছেন পরিবার।
এটা সম্ভব হয়েছে বালি থানার পুলিশের সহযোগিতায়। কয়েকদিন আগেই ৭ আগস্ট বালির সরকার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রিও নামের ওই পাখিটি। স্থানীয় বালি থানায় সরকার পরিবারের পক্ষ থেকে মিসিং ডাইরি করা হয়। প্রায় দেড় বছর বয়স্ক এই পাখিটি বাড়ির পোষ্য নয়, বরং পরিবারেরই একজন হয়ে গিয়েছে। শনিবার বর্ধমান থেকে বালি থানার পুলিশের সহায়তায় আবার পরিবারের নিখোঁজ সদস্যকে ফিরে পেয়ে খুশি এখন সকলেই। এদিন বর্ধমান থেকে উদ্ধার করে রিওকে বালি থানায় আনার পর সেখানেই সরকার দম্পতির হাতে তুলে দেওয়া হয় তাঁদের পরম আদরের রিও-কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct