সেক আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: আবহাওয়া দফতরের ঘোষণা মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টিপাত। উপকূলবর্তী অঞ্চলে লাল সর্তকতা জারি করে ছিল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গুলিতে,পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৬৫ কিলোমিটার উপকূলবর্তী অঞ্চল। নিম্ন চাপের প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ায় উপকূলবর্তী অঞ্চলসহ পূর্ব মেদিনীপুর জেলায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে। উপকূলবর্তী অঞ্চল খেজুরিতে নিম্ন চাপের বৃষ্টি ও ঝড়ো হওয়ার দাপটে বাঁধ ভেঙে জল ঢুকে লোকালয়ে।খেজুরির নিচকসবা,জনকা পাঁচুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে নোনা জল ঢোকে লোকালয়ে ও চাষের খেতে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct