সেক আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ ও মায়ানমারের ওপর স্থিত ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জোড়া ফলায় বিদ্ধ বাংলা,প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী জেলাগুলি যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং দুই ২৪ পরগণা,অপর দিকে প্রবল বৃষ্টি ওড়িশার উপকূলে। গত সপ্তাহেও নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। সেই বৃষ্টি থামতে বেড়েছিল তাপমাত্রা। সঙ্গী ছিল আদ্রতাজনিত অস্বস্তি।তবে, শুক্রবার সকাল থেকে ফের কমতে শুরু করেছে তাপমাত্রা। মেঘের দখলে গিয়েছে শহরের আকাশ। এদিকে, ওয়েদার আপডেটে বলা হয়েছে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর জেলায় এলাকাভিত্তিক বজ্র বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া,ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে হাওয়া বয়, বিভিন্ন ফেরি সার্ভিস বন্ধ,গ্রামীন মাঠ জলে পূর্ণ ফলে ধান চাষের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক চাষি, নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছিল নদীর প্লাবিত জলে,পুনরায় যদি নদীর জল বাড়ে চরম দুর্ভোগের শিকার হবে এরিয়া খালি,শালুক খালি ঝিকুর খালি,কেন্দা মারি,বেগুনা বেড়িয়া, নয়াচর, মায়াচর,তাজপুর, দিঘা,শঙ্করপুর-সহ একাধিক জায়গা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক জারি কারা হয়েছে উপকূলবর্তী মৎস্যজীবীদের প্রতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct