আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ইসলাম বিদ্বেষী ও ‘অকার্যকর’ নেতা হিসাবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিখ্যাত রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। তিনি তাইওয়ানের সঙ্কটের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ররোচনা দেয়ারও অভিযোগ করেছেন। শুক্রবার দেয়া এক সাক্ষাতকারে মাহাথির বলেন, ‘একভাবে, বাইডেন অত্যন্ত ইসলাম বিরোধী, তিনি ন্যায্য কাজ করছেন না। তিনি ইসরাইলকে সব ধরনের অপরাধ, গণহত্যা করতে দেন এবং এর বিরুদ্ধে তিনি কিছুই করেন না। তিনি তাদের সমর্থন করেন,’ বলেছেন মাহাথির।ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও সমালোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct