আপনজন ডেস্ক: বিলকিস বানু ধর্ষণ ও তার পরিবারের সাতজনকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের শাস্তি মকুব করে ১১জনকে মুক্তি দেওয়ায় তীব্র নিন্দা জানাল আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন বা ইউএস সিআইআরএফ। শুক্রবার এ বিষয়ে ইউএসসিআইআরএফ-এর ভাইস চেয়ারম্যান আব্রাহাম কুপার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইউএসসিআইআরএফ ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় একজন গর্ভবতী মুসলিম মহিলাকে ধর্ষণ এবং মুসলিম ভুক্তভোগীদের বিরুদ্ধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত ১১ জন ব্যক্তির প্রাথমিক ও অযৌক্তিক মুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’
আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ট্যুইটারে তাদের অ্যাকাউন্টে ওয়াশিংটন পোস্টের একটি খবরে অংশ পোস্ট করে ইউএসসিআইআরএফ-এর ভাইস চেয়ারম্যান আব্রাহাম কুপা-এর এই বক্তব্য তুলে ধরে। এছাড়া, ইউএসসিআইআরএফ-এর কমিশনার স্টিফেন স্নেক বলেন, তাদের মুক্তি দেওয়ার ঘটনাটি হল ‘ন্যায়বিচারের প্রহসন।’ আর এর ফলে ভারতে সংখ্যালঘু-বিরোধী সহিংসতায় অভিযুক্তরা ‘মুক্তির আনন্দ’ উপভোগ করছে। স্টিফেন স্নেক আরও বলেন, ২০০২ সালের গুজরাত দাঙ্গায় যারা শারীরিক ও যৌন সহিংসতা করেছিল তাদেরকে অপরাধী হিসেবে দায়ী করতে ব্যর্থ হওয়া ন্যায়বিচারের সঙ্গে প্রতারণার শামিল। উল্লেখ্য, ২০০৮ সালের ২১ জানুয়ারি মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালত বিলকিস বানুকে গণধর্ষণ ও তার পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে ১১ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে বম্বে হাইকোর্ট তাদের সাজা বহাল রাখে। তার তিন বছর পর গুজরাত সরকার তাদের শাস্তি মকুব করে দেওয়ায় তারা জেল থেকে মুক্তি পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct