আপনজন ডেস্ক: বউভাতের অনুষ্ঠানে মাংসের পিস ছোট হওয়ায় সালিস বসিয়ে একটি পরিবারকে ৫ বোতল বাংলা মদ ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করায় ওই পরিবারকে একঘরে করে দেওয়ার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার বাসিন্দা ভুক্তভোগী শ্রী চন্দন বাবু বলেন,'নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কোর্ট থেকে বিবাহ রেজিস্ট্রি করি। এরপর দুই পরিবার মেনে নেওয়ায় গত ১২ অক্টোবর বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়ি খুলনার খালিসপুর যাই। পরদিন আমাদের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। সেখানে বাঁশফোড় সম্প্রদায়ের সমাজ প্রধান মিন্টু বাঁশফোড়, দিতেন বাঁশফোড়, রাজু বাঁশফোড়, আকবার বাঁশফোড়, রংলাল বাঁশফোড়সহ সম্প্রদায়ের নেতাকর্মীরা মাংসের সাইজ ছোট বলে গন্ডগোল করেন। পরে তারা না খেয়ে চলে যান। ঘটনার দুদিন পর সন্ধ্যার দিকে সালিস ডেকে আমার বাবাকে ৫ বোতল কেরু অ্যান্ড কোম্পানির বাংলা মদ ও দুই হাজার টাকা জরিমানা করে। বিষয়টি আমরা না মানায় তারা আমাদের একঘরে করে দেওয়ার হুমকি-ধমকি দিচ্ছেন। এ ঘটনায় আমার পরিবার অপমান, অপদস্তসহ নিরাপত্তাহীনতায় ভুগছে। সঠিক বিচারের জন্য জেলা প্রশাসক ও পুলিশের নিকট অভিযোগ দিয়েছি।' এ বিষয়ে জানতে চাইলে বাঁশফোড় সম্প্রদায়ের দর্শনার সমাজ প্রধান মিন্টু বাঁশফোড় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'বউভাতে মাংসের পিস ছোট হয়েছিল। আমাদের নিয়ম অনুসারে এক কেজি মাংস ১০ টুকরো করতে হবে এবং তা প্রতিবেশীদের উপস্থিতিতে কাটতে হবে। তারা এসব মানেনি। আর আগেও তার মেয়ের বিয়েতে সামাজিক নিয়ম না মানার কারণে পাঁচ হাজার টাকা ও ১০ বোতল মদ জরিমানা করা হয়েছিল। সম্প্রদায়ের রীতিনীতি অনুযায়ী সামাজিক নিয়ম না মানার কারণে ৫ বোতল মদ ও দুই হাজার টাকা জরিমানা করেছি। তারা এখনো পরিশোধ করেনি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct