আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের এক স্কুলে ফি দিতে না পারায় দলিত ছাত্রকে পিটিয়ে হত্যার পর এবার দলিত যুবককে চপ্পল দিয়ে মারলেন যোগী রাজ্যের এক পঞ্চায়েত প্রধান। উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার ছাপার থানা এলাকার তাজপুর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেই মারধরের ভিডিও প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, তাজপুর গ্রামের জানা গেছে। গ্রামের প্রধান শক্তি মোহনের সঙ্গে এক দলিত যুবকের বচসা হয়। এরপর দলিত যুবককে প্রধান তার বাড়িতে ডেকে চপ্পল দিয়ে মারধর করে। এসময় প্রধান অকথ্য ভাষায় গালিগালাজও করেন। ঘটনাস্থলে উপস্থিত এক যুবক এই ভিডিও তৈরি করে ভাইরাল করেন। ভিডিওটি পুরকাজি বিধানসভা কেন্দ্রের জোট বিধায়ক অনিল কুমার টুইট করে কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলেন। এর পরে, এসএসপি বিনীত জয়সওয়াল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং ভিডিওতে দেখা আসা অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ও তাকে গ্রেপ্তার করা হয়। পুরকাজির বিধায়ক অনিল কুমার জানান, এ ধরনের কাজ অন্যায়। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। জাতিগত মানসিকতা এবং গরিবদের প্রতি অবিচার বাড়ছে। সরকার ও প্রশাসনকে এ বিষয়ে নজর দিতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সিও সদর হেমন্ত কুমার বলেন, ছাপার থানা এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যাতে একজনকে মারধর করতে দেখা যায়। ভিডিওতে দেখা ব্যক্তিদের শনাক্ত করার পর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ও অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct