আপনজন ডেস্ক: বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তার দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মন্ত্রীদের নির্দেশ দিলেন, নিজের জন্য কোনও নতুন গাড়ি কিনবেন না, সবার সাথে ভদ্র ও ভদ্র আচরণ করবেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখে তেজস্বী যাদব বলেছেন, বিভাগীয় মন্ত্রীরা তাদের বিভাগের কাজের জন্য তাদের কোটায় নতুন গাড়ি কিনবেন না। রাষ্ট্রীয় জনতা দলের মন্ত্রীরা বয়সে কোন কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক বা অন্য কাউকে পা ধরতে দেবেন না। আমরা আদব ও অভিবাদনের জন্য হাতজোড় করে সালাম,নমস্তে ও আদাবের ঐতিহ্য প্রচার করব। সকল মন্ত্রীদের অনুরোধ সবার সাথে ভদ্র ও ভদ্র ব্যবহার এবং কথোপকথন ইতিবাচক থাকার জন্য। অগ্রাধিকারের ভিত্তিতে সরলতার সাথে সকল জাতি, ধর্ম গরিব ও দুঃখিদের সাহায্য করব। শুধু তাই নয়, আরও বলা হয়েছে কারো কাছ থেকে গিফট হিসেবে ফুলের তোড়া নেওয়ার বদলে বই কলম বিনিময় করব। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় সকল কাজে সততা, স্বচ্ছতা, তৎপরতা ও দ্রুত বাস্তবায়নের কর্মশৈলী উন্নীত করব। সকল মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বিহার সরকার ও তাদের অধস্তন বিভাগ, কর্মপরিকল্পনা ও উন্নয়ন কাজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকবে যাতে জনগণ আপনার প্রতিটি উদ্যোগ সম্পর্কে ইতিবাচক তথ্য পেতে পারে।
উল্লেখ্য, বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগ করে নীতিশ কুমার ও তেজস্বী যাদবের উদ্যোগে বিহোরে একটি নতুন মহাজোট সরকার গঠিত হয়েছে। নীতীশের মন্ত্রিসভায় কংগ্রেসের দুজন, 'হাম'-এর এক জন, আরজেডির ১৬জন, জেডিইউয়ের ১১জন ও একজন নির্দল মন্ত্রী রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct