আপনজন ডেস্ক: আইএমএফ'র পরামর্শে বিলাসজাত পণ্য আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। তবে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও আমদানি করা প্রতিটি বিলাসজাত পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক জারি করা হবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতির ওপর থেকে চাপ কমানো ও বিদেশি মুদ্রার রিজার্ভ রক্ষা করতে গত ১৯ মে ‘অপরিহার্য নয়’ এমন বিলাসজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তানের সরকার। নিষেধাজ্ঞার আওতায় ছিল গাড়ি, মোবাইল ফোন, সিগারেটসহ ৩৮টি পণ্য। সংবাদ সম্মেলনে সেই নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে মিফতাহ ইসমাইল বলেন, ‘যখন আমাদের ডলারের টানাটানি চলছিল, তখন সঙ্গত কারণেই আমরা জরুরি পণ্যের আমদানিতে প্রাধান্য দিয়েছিলাম। গাড়ি এবং গম— এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে আমাদের বেছে নেওয়া প্রয়োজন ছিল এবং আমরা গম আমদানিকে গুরুত্ব দিয়েছি, গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছি।' আইএমএফের পরামর্শে সরকার আগের অবস্থান থেকে সরে এসেছে উল্লেখ করে পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে আমদানি করা বিলাসজাত পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct