আপনজন ডেস্ক: মাইক্রোসফট উইন্ডোজনির্ভর ডেস্কটপ পিসি ও ল্যাপটপে এবার সরাসরি ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। এজন্য নতুন আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এর ফলে উইন্ডোজ ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, গ্রহণ কিংবা ‘সিংক’ করতে নিজের ফোন আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত (লিংক) করতে হবে না। অ্যাপটি এবার মাইক্রোসফট স্টোর থেকে উইন্ডোজ ডিভাইসে সরাসরি ডাউনলোড করা যাবে। এর আগে উইন্ডোজ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ওয়েবভিত্তিক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড অথবা যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ঢুকতে হতো। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস আগের চেয়ে খানিকটা স্বচ্ছ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct