সাদ্দাম হোসেন মিদ্দে, সাগর, আপনজন: বিচারাধীন রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানিয়ে সর্বভারতীয় স্তরে বিশেষ অভিযানে নামছে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া। শুক্রবার বিকেলে যাত্রাগাছিতে পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সদর দফতরে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।এদিন বিকাল চারটায় সাংবাদিক সম্মেলন শুরু হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি মনসা সেন, সাধারণ সম্পাদক সারওয়ার হাসান ও সম্পাদক তথা মিডিয়া কো অর্ডিনেটর আবু তাহের আনসারী। এদিন ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বলা হয় ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট তিন ধরে সারা ভারতব্যাপী বিশেষ অভিযান চলবে। শুরু করা হব গণস্বাক্ষর কর্মসূচি। জেলা পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি রয়েছে।
ওয়েলফেয়ার নেতৃত্ব বলেন, যারা সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব, তাদের বিরুদ্ধে ইউএপিএ-র মতো মামলা দিয়ে কারাগারে রাখা হয়। কন্ঠস্বর রোধ করতে বছরের পর বছর তাদের কারাগারে বন্দী করে রাখা হয়। এক্ষেত্রে উমর খালিদ, সিদ্দিক কাপ্পান, তিস্তা শিতলাবাদ, জাভেদ মহম্মদ, সঞ্জীব ভাট, খালিদ সাইফি, ভারাভারা রাও প্রমুখ রাজনৈতিক বন্দীদের নাম উল্লেখ করেন। পার্টি নেতৃত্ব বলেন সরকারের জনবিরোধী নীতির সমালোচনা আর দেশদ্রোহীতা সমার্থক নয়। সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করে কারাবন্দী সমস্ত নিরপরাধ রাজনৈতিক কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct