সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। সেই মামলার তদন্তে বোলপুরে অবস্থিত ভোলে ব্যোম রাইস মিলে শুক্রবার সকালেই হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি, রাইস মিলে অনুব্রতর মেয়ে, স্ত্রী-র অংশীদারিত্ব রয়েছে। এমনকী প্রায়ই মিলে আসতেন কেষ্ট-কন্যা। মিলের দরজা বন্ধ থাকায় প্রথমার্ধে ঢুকতে না পারলেও পরে মিলের ভিতরে প্রবেশ করে সিবিআই প্রতিনিধি দল। ভোলে ব্যোম রাইস মিলের মধ্যে থাকা ৫টি দামী গাড়ির সন্ধান মিলেছে এরমধ্যে একটি গাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো। এসব গাড়ি কি অনুব্রত মণ্ডলের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডল ও তার কন্যার নামে যে রাইস মিলটি রয়েছে অর্থাৎ ভোলে ব্যোম রাইস মিল, সেই রাইস মিলের দরজার সামনে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় তদন্তকারী দলকে। বাইরে সিবিআই প্রতিনিধি দল অপেক্ষা করলেও ভিতর থেকে কেউ গেট খুলছিল না, পরে আবার তাঁরা ভিতরে ঢুকেন।অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির পরপরই প্রকাশ্যে আসে রাইস মিল সহ তাঁর একাধিক সম্পত্তি, যার মধ্যে ভোলে ব্যোম একটি রাইস মিল। অনুব্রত মন্ডলকে গ্রেফতারের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ের একাধিক সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তদন্ত চলাকালীন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দু’টি সংস্থার হদিশ পেয়েছেন যেখানে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল।সূত্রের খবর, সুকন্যার নামে থাকা একটি অ্যাগ্রো কেমিক্যাল সংস্থার অংশীদার অনুব্রত ও সুকন্যার রয়েছে। গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তার পরেও সেই ঘটনা নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। সাংবাদিকদের প্রশ্নের মুখে পিছিয়ে যাচ্ছেন তাঁরা। একই পরিস্থিতি ভোলে ব্যোম রাইল মিলের পুরনো মালিক হারাধন মণ্ডলের ছেলে শ্যামল মণ্ডলেরও। কী করে তাঁদের চালকলের মালিক হলেন অনুব্রত? কত টাকার বিনিময়ে চালকল কিনেছিলেন তিনি? এসব প্রশ্নের জবাব দিতে তিনি নারাজ। সূত্র মারফত জানা যায়, ওই জায়গার উপরেই ছিল ২ টি রাইস মিল। পরবর্তীতে অনুব্রত মন্ডল মিল দুটি কিনে এবং একটি মিলে পরিণত করা হয়। মোট ৪৫ বিঘা জমি আনুমানিক ৫ কোটি দিয়ে কেনা হয় ২০১৩ সালে। প্রথমে শ্রীগুরু রাইস মিল নামে পরিচিত থাকলেও পরে নাম পরিবর্তন করে হয় ভোলে ব্যোম রাইস মিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct