আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এক অনুষ্ঠান মঞ্চে থেকে ‘জয় শ্রীরাম ধ্বনি’ তোলায় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেই জয় শ্রীরাম বলার ভিডিও প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়েছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গু ভাই প্যাটেল। জানা গেছে, মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গু ভাই প্যাটেল ভোপাল সংলগ্ন আগর মালওয়ার লাসুদ্যা গোপাল গ্রামের একটি সরকারি স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে এসেছিলেন বৃহস্পতিবার। সেখানে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্য শিবির সম্পর্কিত প্রকল্পগুলি পর্যালোচনা করতে গিয়েছিলেন। তার আগে তিনি বাবা বৈজনাথ মহাদেব মন্দিরেও যান রাজ্যপাল।
ভিডিওতে দেখা যায়, এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে দু’বার জয় শ্রীরাম স্লোগান তোলেন রাজ্যপাল। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এই সময় তিনি একবার ‘বন্দে মাতরম’ এবং দু’বার ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। ভিডিওতে আরও দেখা যায়, কন্ঠস্বর নিচু হয়ে গেলে তিনি উপস্থিত মানুষদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ‘কেউ তো বলছে না , আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি।’ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বহু মানুষের সমালোচনার মুকে পড়েন রাজ্যপাল। তারা প্রশ্ন তুলতে থাকেন, রাজ্যের একজন সর্বোচ্চ পদাধিকারীদের কখনও এইরকম মঞ্চে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়নি। এই কারণেই রাজ্যপাল মুঙ্গোভাই প্যাটেলের এই স্লোগানে অনেকেই আপত্তি জানাচ্ছেন। এই বিষয়ে গভর্নর হাউস থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল একটি শীর্ষ সংবাদমাধ্যম, কিন্তু কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গুজরাটের বাসিন্দা মঙ্গুভাই প্যাটেল ২০২১ সালের ৮ জুলাই মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব কাছের বলে গণ্য করা হয়। তিনি নিয়মিত রাজ্য সফর করেন। সরকারি অনুষ্ঠানে অংশ নিন। আদিবাসী সম্প্রদায় থেকে এসেছে। তিনি রাজ্যে এই শ্রেণির জন্য কাজ করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct