সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যে হুহু করে বাড়ছে ডেঙ্গি। আক্রান্তের সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হলো রাজ্যবাসীকে। গত বছর যেখানে এ যাবৎ মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫৫২, এবছর সেই সংখ্যাই এক লাফে গিয়ে দাঁড়িয়েছে ৪২৮৮ (যার মধ্যে অন্য রাজ্যের ৩৬ জন) তে। দুশ্চিন্তার বিষয় হল, চিরাচরিত ডেঙ্গি সংক্রমণের প্রবণতার বিপরীত ছবি দেখা যাচ্ছে এই বছরে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের দুই তৃতীয়াংশই গ্রামীণ এলাকায়। গত বছর অগাস্টের মাঝামাঝি পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্ত ছিল- ১০১। এবার সেই সংখ্যাটা ৩৫৪। ইতিমধ্যেই ডেঙ্গি সংত্রমণের তথ্য তুলে ধরে জেলাগুলিকে সতর্ক করেছে নবান্ন। বৃহস্পতিবারই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। গোটা রাজ্যে প্রায় পাঁচশোর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্ট করা হয়েছে। হাওড়ায় গত বছর এ পর্যন্ত মাত্র ১৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এবছর সেই সংখ্যাটা ৬২০। উত্তরের জলপাইগুড়ি থেকে দক্ষিণে ডায়ামণ্ডহারবার (স্বাস্থ্যজেলা) পর্যন্ত মোট ১০ টি জেলার ডেঙ্গি কার্যত ঘুম ছুটিয়েছে স্বাস্থ্যকর্তাদের। চিন্তার বিষয় হল, আগামী দু’মাস ডেঙ্গির মরশুম, এখনই যদি গত বছরের তুলনায় সপ্তাহে প্রায় ১০ গুণ বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন, তাহলে আগামীদিনে কী হতে চলেছে? এমনকী হাওড়ায় পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু এক যুবকের। মৃতের নাম মিলন রিত(২২)। হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর, শিয়ালডাঙ্গা এলাকার ওই যুবক গত ১৪ ই আগস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।গত ১৫ ই আগস্ট সোমবার তার মৃত্যু হয়। গ্রামীণ এলাকায় ডেঙ্গু দমনে সচেতনতার উপরে জোর দিচ্ছে নবান্ন। পঞ্চায়েত পৌরসভা গুলিকে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct