এম মেহেদী সানি, গাইঘাটা, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর করনের সামনে ফের শিরিষ গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি, আহত এক। ক্ষুব্ধ বাসিন্দারা যশোর রোড অবরোধ করে গাছ কাটার দাবিতে বিক্ষোভ দেখায়। বৃহস্পতিবার দুপুরে আচমকাই গাইঘাটা বিডিও অফিসের সামনে শতাব্দি প্রাচীন শিরিষ গাছের ডাল ভেঙে পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানিয় সূত্রে জানা গিয়েছে গাছের ডাল ভেঙে এক জন আহত হয়েছেন।
যশোর রোড আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে হাজির হয় গাইঘাটা থানার ট্রাফিক গার্ডের পুলিশ। প্রায় আধাঘন্টা অবরোধ চলাত পর প্রশাসনের আশ্বাসের অবরোধ উঠে যায়। বারংবার যশোর রোডের ওপর শিরিষ গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটছে যা নিয়ে এর আগেও বেশ কয়েকবার সরব হয়েছেন স্থানীয়রা। প্রশাসনের তরফ থেকে অবশ্য ঝুঁকিপূর্ণ গাছের ডাল কাটার কাজ আগেই শুরু হয়েছে সেই কাজ চলছেও তার মধ্যে ফের গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি ঘটলো চাঁদপাড়ায়। এই বিষয়ে ক্ষুদ্ধ স্থানীয়রা বলেন ‘এর আগেও বেশ কয়েকবার শিরিষ কাছে ডাল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরেও হুশ ফেরেনি প্রশাসনের। ডাল ভেঙে পড়লে কিছুদিন ঝুঁকিপূর্ণ গাছের ডাল কাটার কাজ চলে তারপর তা বন্ধ হয়ে যায়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct