নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: শিশু থেকে বৃদ্ধ সবারই একান্ত জরুরী ডকুমেন্টস আধার কার্ড। রেশনের দোকান থেকে শুরু করে ব্যাঙ্ক, স্কুল, হাসপাতাল সহ সরকারী যেকোনো রকম কাজে একান্ত প্রয়োজন আধার কার্ড। কিন্তু এই কার্ডে একাধিকবার নাম, ঠিকানা ভুল হওয়ায় তা ঠিক করতে মরিয়া হয়ে ওঠেন গ্রাম গঞ্জের গরীব চাষাভুষো মানুষেরা। তাদের অজ্ঞতাকে হাতিয়ার করে তাদের থেকে হাজার হাজার টাকা লুট করছে এক শ্রেণীর মানুষ। ভারত সরকার আধার কার্ড প্রতিটি নাগরিকের কাছে পৌছে দিতে সারা ভারতব্যাপী ব্রাঞ্চ পোষ্ট অফিসগুলিতে শুরু করেছে নতুন আধার কার্ড, আধার কার্ডে মোবাইল নাম্বার যোগের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি।
সরকারি নির্দেশে বাচ্ছাদের নতুন আধার কার্ড বিনামূল্যে এবং মোবাইল নাম্বার লিংকের জন্য মাত্র ৫০ টাকা ধার্য করা হয় যা থেকে বিপিএমরা মাসিক স্যালারির পাশাপাশি কার্ড পিচু অতিরিক্ত ১০ টাকা করে কমিশনও পান। এছাড়াও একাধিক পুরস্কারের ব্যবস্থা থাকে আধার সংস্থা থেকে।এরপরেও একাধিক সাধারণ মানুষের অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রাঞ্চ পোস্ট অফিসে কর্মরত কিছু ব্রাঞ্চ পোষ্ট মাস্টার অফিসের বাইরে বিভিন্ন ‘অন লাইন সার্ভিস’ দোকান বা ক্যাফে তে বসে ইচ্ছে মতন দরে নতুন আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করছে। এই দর ন্যুনতম ৩০০ থেকে শুরু করে হাজারও ছাড়িয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক কর্মী বলেন, “সরকার মানুষের সুবিধার জন্য পোষ্ট অফিসে আধার কার্ডের ব্যবস্থা করেছে আর কিছু অর্থলোভী মানুষ এটাকে অসৎ উপায়ে টাকা রোজগারের একটা পন্থা করে ফেলেছেন। কেউ কেউ তো এটা করেই মাসে অতিরিক্ত হাজার পঞ্চাশ আয় করেন অথচ ব্রাঞ্চ অফিসের ডাক কর্মীদের মাসিক স্যালারি মাত্র তেরো থেকে সতেরো হাজারের মধ্যে ।” কোনো কোনো পোষ্ট অফিসে কার্ড বার করে দেওয়ার নাম করে অতিরিক্ত ৫০ টাকা নিচ্ছে। এটাও মানুষকে ভুল বুঝিয়ে টাকা নেওয়া। সাধারণত কার্ড ২০ থেকে ৩০ দিনের মধ্যে পোষ্ট অফিসে চলে আসে।যা সংগ্রহ করতে কোনো টাকা দিতে হয় না। একান্ত কার্ড না আসলে তখন যে কোনো অনলাইন দোকান থেকে ১০ থেকে ২০ টাকার বিনিময়ে প্রিন্ট আউট করা যায়।এছাড়াও আধার কার্ড সংশোধনের খরচও মাত্র ৫০ টাকা কিন্তু এখানে একাধিক দালাল চক্র কাজ করে এবং খরচের পরিমাণ ৫০০ থেকে হাজারেরও অধিক হয়ে যায়। এইভাবে একাধিক উপায়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টাকা লুট করছে একদল মানুষ ।কবে বন্ধ হবে এই দূর্নীতি জানতে চাই সাধারণ মানুষ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct